চুরাশি বছর বয়সে অনাবিল বসন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এসেছেন রওশন আরা। বসন্ত উৎসবে মাথায় ফুলের মুকুট, গায়ে বাসন্তি পোশাক, মুখে আবির মাখিয়ে রিকশা চড়ে এলেন। সঙ্গে ছিলেন মেয়ে, মেয়ের জামাই এবং নাতনী। তার চওড়া হাসি যেনো বলে দেয় ‘বসন্ত এসে গেছে’।…