সাভার প্রতিনিধি: সাভারে জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় পৌর যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল (৩৫) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
রোববার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার দুপুরে পৌর যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল সহ ১০ জন জামসিং এলাকার কাদের বাহিনীর পক্ষে স্থানীয় ইয়াকুবদের চল্লিশ শতাংশ জমি দখল করতে যান । এসময় প্রতিপক্ষকরা একজোট হয়ে সিএম বাদশা ফয়সালের উপর টেটা নিক্ষেপ করে। এতে সিএম বাদশা ফয়সালসহ আহত হয় অন্তত ১০ জন।
পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত সিএম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুর এলাকার সৈয়দুজ্জামানের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।