ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই যিনি ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন। হয়ে উঠেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
অন্যদিকে বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারকও। বিধবা বিবাহ ও স্ত্রীশিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথাযথ শ্রদ্ধার সঙ্গে। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্বের ২০০ বছর পূর্ণ হতে চলেছে ২৬ সেপ্টেম্বর।
এদিন উপলক্ষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ে আয়োজন করা হয়েছে ‘দিনভর বিদ্যাসাগর’। পরম্পরার উদ্যোগে বিদ্যাসাগর স্মরণ আয়োজনটি হবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেই।
দিনভর বিদ্যাসাগরের সময়সূচি থাকলো এখানে:
প্রথম পর্ব : সকাল ১০.৩০ মিনিট
বাংলা ভাষা সাহিত্যে বিদ্যাসাগর
আলোচক : কবি আশিরব্রত চৌধুরী ॥ কবি ও প্রাবন্ধিক মাওলা প্রিন্স ॥ কবি সরোজ মোস্তফা
সভাপতি : অধ্যাপক আফজালুর রহমান
বোধন সংগীত ॥ স্বরচিত কবিতাপাঠ ॥ মধ্যাহ্নভোজ
দ্বিতীয় পর্ব : দুপুর ২.৩০ মিনিট
বিদ্যাসাগর চরিত
আলোচক : কবি ফরিদ আহমদ দুলাল ॥ কবি আওলাদ হোসেন ॥ কবি হাসান জামিল
সভাপতি : কবি আশরাফ মীর
স্বরচিত কবিতাপাঠ ॥ সংগীত
তৃতীয় পর্ব : বিকাল ৪টা
সমাজ সংস্কারক বিদ্যাসাগর
আলোচক : প্রাবন্ধিক রাজীব সরকার ॥ কবি কাজী নাসির মামুন ॥ প্রাবন্ধিক মাজেদা মুজিব
সভাপতি : কবি শামসুল ফয়েজ
স্বরচিত কবিতাপাঠ ॥ বিদ্যাসাগর থেকে পাঠ
মোড়ক উন্মোচন : বাতর : সারোয়ার চৌধুরী সংখ্যা ও বিদ্যাসাগর স্মরণিকা
উন্মোচক : অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন ॥ নাট্যজন শাহাদাত হোসেন খান হীলু ॥ কবি মাহমুদ আল মামুন
সংগীতে : রবীন্দ্রসংগীত শিল্পী মামুনুল ইসলাম রনি
বিদ্যাসাগর থেকে পাঠ : আবৃত্তিশিল্পী রুবীনা আজাদ, কবি সালমা বেগ, আবৃত্তিশিল্পী কায়সার রিজভী
সঞ্চালক : কবি শামীম আশরাফ ॥ কবি জনপদ চৌধুরী ॥ কবি অনন্য সাঈদ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.