বেলাশেষে, প্রাক্তন, পোস্ত খ্যাত শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি ‘কণ্ঠ’র অফিশিয়াল পোস্টার প্রকাশ পেয়েছিল কিছুদিন আগেই। এবার আসছে ট্রেলার। ১৪ এপ্রিল বর্ষবরণের দিনে ছবিটির ট্রেলার মুক্তি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
গলার ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তির জীবনের গল্পের ছায়ায় তৈরি ছবি ‘কণ্ঠ’। ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াবে ছবিটি।
এর আগে ৩ এপ্রিল বুধবার জয়া আহসান তার ফেসবুক পেজ থেকে প্রকাশ করেছিলেন ‘কণ্ঠ’ ছবির অফিশিয়াল পোস্টার। ক্যাপশনে ছিল- আসছে এই গ্রীষ্মে ‘কণ্ঠ’।
ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম ও জয়া আহসান। ছবিতে একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় দেখা যাবে জয়াকে। ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। রেডিওর একজন আরজের ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আর তার স্ত্রীর ভূমিকায় থাকছে পাওলি দাম।
এই প্রথম পাওলির সঙ্গে জুটি বেঁধেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতে আরও আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়। ১০ মে মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’।
We are all excited to present the trailer of #Konttho to you all, this Sunday at 11am! Stay tuned! pic.twitter.com/v488PMLIiN
— Paoli (@paoli_d) April 11, 2019