আলজেরিয়ায় আল কায়েদার উত্তর আফ্রিকা শাখার হামলায় কমপক্ষে ১৪ সেনা সদস্য নিহত হয়েছে।
রাজধানী আলজিয়ার্স থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণের দেফলা প্রদেশের তিফরান এলাকায় ওই হামলা চালানো হয়।
আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা হামলার দায় স্বীকার করলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত বছরের এপ্রিলে এক হামলায় ১৫ সেনা নিহত হয়। ১৯৯০ সালে আলজেরিয়ার আইন দেলফা প্রদেশে আল কায়েদার উত্থান ঘটে।